১৪৪ ধারা জারি : আওয়ামী লীগ ও বিএনপি একই দিনে পাল্টাপাল্টি জনসভা ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী এলাকায় ২৫ ফেব্রুয়ারী শনিবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলা বিএনপির উদ্যোগে ২৫ ফেব্রুয়ারী নিমগাছী বাজার চত্বরে জনসভা ডাকা হয়। ওই জনসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক বিদ্যুত্ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধান অতিথি থাকবেন বলে প্রচার করা হয়।
অন্যদিকে একই দিনে সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নিমগাছী কলেজ মাঠে জনসভা আহ্বান করে মাইকিং করা হয়। বলা হয়, ওই জনসভায় প্রধান অতিথি থাকবেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ)এলাকার সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার। এ অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ২৩ ফেব্রুয়ারী বৃহ:পতিবার সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম ১৪৪ ধারা জারি করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS