Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ব্রহ্মগাছা ইউনিয়ন

কালেরস্বাক্ষী বহনকারী গোমতীর তীরে গড়ে  উঠা দেবিদ্বার উপজেলার একটিঐতিহ্যবাহী অঞ্চল হলো ব্রহ্মগাছাইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ ব্রহ্মগাছাইউনিয়নশিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তারনিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম – ৯নং ব্রহ্মগাছাইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ৬৮৯৭একর

গ) লোকসংখ্যা – ৪৬০০০জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ৩৭টি।

ঙ) মৌজার সংখ্যা – ১৭টি।

চ) হাট/বাজার সংখ্যা -৪টি।

ছ) উপজেলা থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।

জ) শিক্ষার হার –৮০%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১২টি,

    কিন্ডার গার্টেন স্কুল- ০৩টি  

    উচ্চ বিদ্যালয়ঃ ২টি,

    মাদ্রাসা- ২৪টি।

মসজিদ- ৩৫টি

মন্দির- ১৮টি

কওমী মাদ্রাসা- ০৯টি

পুকুর- ২২টি

নদী- ০১টি

গ্রামীন ব্যাংক- ০১টি

আশা- ০১টি

অগ্রনী ব্যাংক- ০১টি

হাসপাতাল ০১টি

 কমিউনিটি ক্লিনিক- ০৬টি

 গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ইং।

নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ৩১/০৭/২০১৬ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ৩১/০৭/২০১৬ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ৩০/০৭/২০২১ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

             চরব্রহ্মগাছা          বুধারগাতী               চকমোহনবাড়ী

             বাশুড়িয়া            ব্রহ্মগাছা                 তেবাড়ীয়া

             হবনগাতী             রান্ডিলা               রান্ডিবাহাদুর

             চকগোপাল          কয়ড়া                      খামারগাতী  

             চাদপুর              দৈবুকগাতী               ভাতহাড়িয়া

             হামিনদামিন           হাসিল হোসেন        হাসিল রঘুনাথপুর

            ধর্মদাসগাতী          বামনভাগ      বারইভাগ

            জানকীগাতী         কুটারগাতী     বিশ্বাস পাড়া

           কালিয়াবিল          কালিয়াবাড়ী    এলাংগী

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান – ০১ জন।

              নির্বাচিত ইউপি সদস্য- ০৯ জন

              নির্বাচিত মহিলা সদস্যা- ০৩ জন

              ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ইউডিসি উদ্যোক্তা- ০২ জন

              দফাদার- ০১ জন

              ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন

             গ্রাম আদালত সহকারী- ০১ জন

             উপ- সহকারী কৃষি কর্মকর্তা- ০৩ জন