এই খানে দুইটি ভবন অনেক পুরাতন স্বাস্থ্য কমপ্লেক্স। আর একটি নতুন নির্মানধীন ভবন। এই স্বাস্থ্য কমপ্লেক্স-এ প্রতি দিন অনেক রোগী আসে। রোগীদেরকে সঠিক ভাবে চিকিতসা দিয়ে থাকে।কিন্তু দু:খের বিষয় এই যে নতুন ভবনটি যদি চালু হয় তাহলে এখানে আরো অনেক বড় বড় ধরনের রোগ আক্রান্ত রোগীদের কে অভিজ্ঞ ডাক্তার এর মাধ্যে সেবা পাোয়ার আশায় অপেক্ষা করে আসছে এলাকাবাসী।