ইছামতি সেতু। এই সেতু ব্রহ্মগাছা ইউনিয়নের পুর্ব পাশ দিয়ে বয়ে গেছে। সেতু দিয়ে প্রতি দিন হাজার হাজার মানুষ চলাচল করে। এখান থেকে সিরাজগঞ্জ এবং যাোয়ার একটি সহজ উপায়। এই সেতু যখন ছিল না তথন মানুষের অনেক দু:খ কষ্টে নদী পার হতে হতো। নৌকার জন্য বসে থাকতে হতো প্রতি দিন । ছাত্র-ছাত্রী, শ্রমিক, বৃদ্ধ, যুবক, যুবতী, সকল পেশার মানুষের। এখন সেতুর কারণে মানুষের সেই কষ্ট আর নাই। এই সেতু দিয়ে অনেক ধরনের যানবহন চলাচল করে।