এই স্কুলটি ব্রহ্মগাছা ইছামতি নদীর তীরে অবস্থিত। স্কুলটি ১৯৭২ সালে প্রতিষ্ঠত হয়। এখানে পড়াশনোর মান খুবই ভালো। প্রতিবছর গোল্ডেন + সহ এ+ পেয়ে থাকে। এই ক্সুলে ছাত্র/ছাত্রীর সংখ্যা প্রায় ছয় শত জন। এই ক্সুলে শিক্ষকের সংখ্যা প্রায় ১১ শিক্ষক এবং ২ জন মহিলা শিক্ষক। এইস্কুলে ভ্যান যোগে বা পায়ে হেটে ছাত্র ছাত্রীরা আসা যাোয়া করে।